আফগানিস্থানে স্পিন বলদকে, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হল ১০০ বেশি সাধারন নাগরিক। জানা যাচ্ছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলদকের বড়োসড়ো নাশকতার ছক তৈরি করেছিল দুষ্কৃতীরা। যার ফলে প্রাণ দিতে হয়েছে ১০০ জন নিরীহ নাগরিকদের। গত সপ্তাহে আফগানিস্থানের স্পিন বলদকের দখল নিয়েছিল তালিবান। ফ্রান্সের তরফ থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে জানা যায়, অকথ্য অত্যাচার চালাচ্ছে তালিবানরা। তারপর থেকেই সেখানকার স্ত্রী এবং শিশুদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে তারা । এমনকি সরকারি দপ্তর গুলিতে প্রবেশ করে ,তা লুটপাট চালিয়েছে তারা।

ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মুখপাত্র মিরওয়াইস স্টেনেকজাই। তিনি বলেন, ‘কয়েকজন নির্দয় জঙ্গি পাঞ্জাবি পরিহিত তাদের প্রধানদের নির্দেশে স্পিন বলদকের হামলা চালিয়েছে। নিরীহ মানুষের বাড়ি লুট করেছে। তাঁদের হত্যা করেছে। শহিদ হয়েছেন একশোর বেশি মানুষ। শত্রুর মুখোশ টেনে ছিঁড়ে দেওয়া হবে।’