আফগানিস্থানে স্পিন বলদকে, গুলিতে ঝাঁঝরা ১০০এর বেশি নাগরিক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 39 Second

আফগানিস্থানে স্পিন বলদকে, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হল ১০০ বেশি সাধারন নাগরিক। জানা যাচ্ছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলদকের বড়োসড়ো নাশকতার ছক তৈরি করেছিল দুষ্কৃতীরা। যার ফলে প্রাণ দিতে হয়েছে ১০০ জন নিরীহ নাগরিকদের। গত সপ্তাহে আফগানিস্থানের স্পিন বলদকের দখল নিয়েছিল তালিবান। ফ্রান্সের তরফ থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে জানা যায়, অকথ্য অত্যাচার চালাচ্ছে তালিবানরা। তারপর থেকেই সেখানকার স্ত্রী এবং শিশুদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে তারা । এমনকি সরকারি দপ্তর গুলিতে প্রবেশ করে ,তা লুটপাট চালিয়েছে তারা।

ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মুখপাত্র মিরওয়াইস স্টেনেকজাই। তিনি বলেন, ‘কয়েকজন নির্দয় জঙ্গি পাঞ্জাবি পরিহিত তাদের প্রধানদের নির্দেশে স্পিন বলদকের হামলা চালিয়েছে। নিরীহ মানুষের বাড়ি লুট করেছে। তাঁদের হত্যা করেছে। শহিদ হয়েছেন একশোর বেশি মানুষ। শত্রুর মুখোশ টেনে ছিঁড়ে দেওয়া হবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিউড়িতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিলেন গ্রামসেবিকারা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বীরভূমের সিউড়িতে জেলাশাসকের দপ্তরে শুক্রবার একটি ডেপুটেশন প্রদান করলেন গ্রামসেবিকারা। এনআরএলএম- এর অন্তর্গত এই গ্রামসেবিকারা গ্রামের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী গুলি দেখাশোনা করেন। মূলত গ্রামের মেয়েদেরকে স্বনির্ভর করে তুলে ,আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাঁদের মূল উদ্দেশ্য। জানা যাচ্ছে মূলত দীর্ঘ ১৫ বছর ধরে একই পদে কাজ করার পরেও […]
state_297

Subscribe US Now

error: Content Protected