৬ টিরও বেশি নতুন করোনা ভ্যাকসিন আসতে চলেছে ভারতে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের । সমীক্ষা বলছে গতকাল পর্যন্ত করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে ২.৯৯ কোটি মানুষকে এবং করোনার পরীক্ষা হয়েছে ২৩ কোটি মানুষের । ইতিমধ্যেই ভারতবর্ষ বিশ্বের 71 টি দেশে করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে । অতএব বলা যায়, এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট করোনা ভাইরাসের দমনে টিকা প্রদানের বৃহত্তম অভিযানে ভারত ।

শনিবার জাতীয় পরিবেশ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনকালে ডঃ হর্ষ বর্ধন বলেন, ‘ভাইরাস মোকাবেলায় ভারতে দুটি দেশীয় টিকার ব্যবহার চলছে । খুব শীঘ্রই আরও ৬ টি ভ্যাকসিন আসবে।ভারত বিশ্বের 71 টি দেশে করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে। যাদের মধ্যে কানাডা, ব্রাজিল এবং অন্যান্য উন্নত দেশগুলিও এই ভারতীয় ভ্যাকসিন অত্যন্ত উৎসাহের সঙ্গে ব্যবহার করছে।‘ পাশাপাশি তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন ভারত তৈরি করতে চান যাতে ভারতকে ‘বিশ্ব গুরু’ হিসেবে প্রতিষ্ঠিত করা যায় । এটি বৈজ্ঞানিক লড়াইয়ের সময়, রাজনৈতিক লড়াইয়ের নয় ।