বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন হলো আজ। আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আজ ভারত ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট শুরু হওয়ার আগেই করা হলো নাম পরিবর্তন। আজকের এই নাম পরিবর্তন অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।

নবনির্মিত নামে আজ এই স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুধু তাই নয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনগুজরাটের রাজ্যপাল আচার্য্য দেবরথ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু, বিসিসিআই সচিব জয় শাহ ।
আজকের দিনে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট । প্রথম থেকেই এই বিষয় নিয়ে ক্রিকেট বিশ্বে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার পরেই নতুন নামকরণে জাঁকজমকপূর্ণভাবে সেজে উঠেছে মতেরা ওরফে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এক লক্ষ দশ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়াম একে একে পেছনে ফেলেছে বিশ্বের সমস্ত বড় ক্রিকেট স্টেডিয়াম গুলিকে। পাশাপাশি পেছনে ফেলেছে পৃথিবী বিখ্যাত মেলবোন স্টেডিয়ামকেও। স্টেডিয়ামের একটি বিশেষ বিশেষত্ব হল, এটি ডিম্বাকৃতি হওয়া সত্ত্বেও যে পজিশনে পীচ তৈরি করে খেলা হোক না কেন তাতে ষ্টেডিয়ামে বাউন্ডারির কোনো হেরফের ঘটেনা।