প্রায় শেষের মুখে বঙ্গের আট দফার নির্বাচন। ৫জেলার ৩৪টি আসনে সপ্তম দফার নির্বাচন হচ্ছে আজ। আগামী ২৯ এপ্রিল শেষ দফার নির্বাচন শেষ হবে। অষ্টম অর্থাৎ শেষ দফার নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার ২৭ তারিখ । এবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ঘরে ফেরার পালা। দীর্ঘ দেড় মাস শাসক থেকে বিরোধী সব দলের নেতা-নেত্রীরাই চষে বেরাচ্ছেন গোটা রাজ্য।
এর মধ্যেই তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন একটি ছবি । সেই ছবিতে বীরভূমের তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে দেখা যাচ্ছে দেবাংশুকে। দেবাংশু ছবি পোস্ট করে লেখেন, “শেষ সাড়ে চার মাসে ৫১১ টি সভা, পদযাত্রা সাঙ্গ করে প্রচারের শেষ লগ্নে আজ মায়ের সাথে দেখা করে বাড়ি ফিরছি.. মায়ের কাছে অনেক আবদার রাখলাম, মা শুনল.. অনুভব করলাম, সব শোনার শেষে মা বলল, “মেয়েই থাকছে..” আশ্বস্ত আমি মাকে বলে এলাম, “তুমিও ভালো থেকো..”
এই পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চান যে, এবার বাংলায় আবার তৃণমূল সরকারই ফিরছে। এমনকি তিনি এও বলেছেন যে, স্বয়ং মা তারা তাঁকে বলেছেন মেয়েই থাকছেন বাংলায়। স্যোশাল মিডিয়ায় পোস্ট করার পরই তুমুল ভাইরাল হয় এই ছবি। দেবাংশুর এহেন অতি আত্মবিশ্বাসী পোস্টের ফলে অবশ্য নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।