সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন পঞ্চায়েত কার্যালয়ে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 19 Second

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দীপাবলির উৎসবের আমেজের মধ্যেই রাজ্যে নেমেছে শোকের ছায়া। গতকাল রাতে আচমকাই প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যায় জেরে কার্যত বিধ্বস্ত তাঁর সহযোদ্ধা মমতা বন্দোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিমও। বর্ষীয়ান নেতার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলেও। এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সমবায় মন্ত্রী অরুপ বিশ্বাস,অরুনাভ সেন,সমীর পাঁজা,পুলক রায়,কালিপদ মন্ডল সহ জেলার একাধিক বাম-ডান নেতৃত্বও। সকলের প্রিয় সুব্রত দা’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদেশ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে প্রতিটি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শুক্রবার তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়া জেলার সবকটি গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় ভবনে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ্য প্রদান করেও শ্রদ্ধাজ্ঞাপন করেন পঞ্চায়েত সদস্যরা। গতকাল তাঁর আকস্মিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর দীর্ঘদিনের সঙ্গী প্রিয় সুব্রত দা’র মরদেহ দেখতে চাননি মমতা। এদিন এই বর্ষীয়ান মন্ত্রীর শেষকৃত্যেও উপস্থিত থাকবেন না বলেই জানিয়েছিলেন তিনি। আজ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের আগে সুব্রত মুখোপাধ্যায়কে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রান্নার তেলে কর ঘাটতি, বড় ঘোষণা কেন্দ্রের । এম ভারত নিউজ

পেট্রোপণ্যের পর রান্না তৈরি সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অপরিশোধিত তেলের ওপর শুল্ক তুলে নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। জানা যাচ্ছে, উৎসবের মরসুমে ক্রমাগত রান্নার তেলের চাহিদা বাড়তে থাকার কারণে দ্রব্যমূল্যের বিষয়ে পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। মূলত উৎসবের মরসুমে চাহিদা বেড়ে […]

Subscribe US Now

error: Content Protected