কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন মুকুল রায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

গতকাল বিকেলেই তৃণমূলের ঘরের ছেলে তথা চাণক্য, মুকুল রায়কে পুনরায় তৃণমূলে যোগদান করতে দেখা গেছে। তৃণমূলে যোগদানের পরেই রাজ্য সরকারের নিরাপত্তা পেলেন তিনি। তবে আজ সকালেও মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক বন্দুকধারী কেন্দ্রীয় জওয়ানকে। যদিও এই প্রসঙ্গে মুকুল রায় জানান, ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তিনি। তার পরেও কেন তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে নেই।

তৃণমূলে যোগদান করেছেন গতকাল, আর তারপরে রাত পোহাতে না পোহাতেই একেবারে খোশমেজাজে দেখতে পাওয়া গেল মুকুল রায়কে। ইতিমধ্যেই তাঁর বাড়ির চারপাশে রাজ্য সরকারি নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখতে পাওয়া গেছে। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকাল আটটা চল্লিশ নাগাদ নিজের কাঁচরাপাড়ার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুকুল রায়। আর তার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রিলিজ করে দিয়েছিলেন তিনি। তারপরেও তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল উর্দিধারী সিআইএসএফ জওয়ানকে। বিজেপিতে যোগদানের আগে রাজ্য সরকারের নিরাপত্তা পেতেন তিনি। তারপরে বিজেপিতে যোগদান করায় সে নিরাপত্তা হারালেও, কেন্দ্রের নিরাপত্তা পেয়েছেন তিনি। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই নিরাপত্তা মোচনের ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগামী ২৬শে জুন রাজভবন ঘেরাওয়ের ডাক কৃষকদের । এম ভারত নিউজ

করোনাকালে কেন্দ্রীয় কৃষকনীতি নিয়ে বিতর্কিত সিদ্ধান্তের জেরে চলতি কৃষক আন্দোলনের নয়া কর্মসূচি ঘোষণা করলেন সংযুক্ত কিষান মোর্চা। গতকাল রাত্রেই, চল্লিশটি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ “সংযুক্ত কিষান মোর্চা” তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২৬ শে জুন, ‘খেতি বাঁচাও, লোকতন্ত্র বাঁচাও দিবস’ হিসেবে পালন করবেন তাঁরা।ঐদিন দেশজুড়ে সমস্ত রাজভবন ঘেরাও করবেন তাঁরা […]

Subscribe US Now

error: Content Protected