রঞ্জি ট্রফিতে নতুন নজির গড়লেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান। কয়েকদিন আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে সবার নজর কেড়েছিলেন মুশির। বয়স এখনও কুড়ি পের হয়নি। কিন্তু এরই মধ্যে চলতি রঞ্জিতে ডাবল সেঞ্চুরি সহ শতরানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন মুশির। আর শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে রঞ্জি ফাইনালে বিদর্ভর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন এমন একজনের সামনে, যার নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে স্ট্যান্ড। যিনি খোদ ভিভিআইপি বক্সে বসে দেখলেন তাঁর উত্তরসুরিকে। শচীন রমেশ তেন্ডুলকর। ২৯ বছর আগে রঞ্জি ফাইনালে রেকর্ড করেছিলেন মাস্টার ব্লাস্টার। সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর ১১ মাস। কিন্তু মুশির সেই রেকর্ড ভেঙে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি হাঁকালেন মাত্র ১৯ বছর ১৪ দিনে।
ব্যাক্তিগত ৭৩ রানে অধিনায়ক রাহানে ফিরে যাওয়ার পর শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে দুর্দান্ত ইনিংস উপহার দিলেন মুশির খান। প্রতিটা বল দেখে শুনে খেলে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন মুশির। ভিভিআইপি বক্সে বসে সেই সেঞ্চুরি উপভোগ করলেন খোদ শচীন তেন্ডুলকর। মুশির জানতেন যে স্বয়ং শচীন তাঁর খেলা দেখছেন। তিনি ব্যাটিং করার ফাঁকে সেদিকে দৃষ্টিনিক্ষেপও করেছিলেন। তাই রঞ্জি ফাইনালে সর্বকণিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেই শচীনের উদ্দেশ্যে ব্যাট বাড়িয়ে অভিনন্দন গ্রহণ করলেন মুশির। মাস্টার ব্লাস্টারও তাঁকে শুভেচ্ছা জানালেন ২৯ বছরের পুরনো রেকর্ড ভাঙার জন্য। শেষ পর্যন্ত ৩২৬ বলে ১৩৬ রানে ফিরলেন মুশির।