কাল বিকেল ৫টার মধ্যে ফিরতে হবে কাজে, চিকিৎসকদের সুপ্রিম নির্দেশ। এম ভারত নিউজ

admin

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন…

0 0
Read Time:3 Minute, 18 Second

আর জি কর কাণ্ডে আন্দোলনকারি চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন।

আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে বিক্ষিপ্তভাবে আন্দোলন করে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। ফলস্বরূপ ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। বিচার না পাওয়া পর্যন্ত জারি থাকবে আন্দোলন বলেও জানান তারা।

সোমবার আর জি কর মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন, আগামীকাল বিকেল ৫ টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফিরতে হবে। এবং প্রত্যাহার করে নিতে হবে আন্দোলন। উল্লেখিত সময়সীমার মধ্যে কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়। শীর্ষ আদালয় আরও জানায়, আমরা আগেই কর্মবিরতি প্রত্যাহার করতে বলেছিলাম। সুপ্রিম কোর্ট রাজ্য’কে বিক্ষোভকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নিষেধ করেছিল। চিকিৎসকদের পাশে এভাবে থাকার পরেও ওরা স্বেচ্ছাচার করে যাচ্ছে। কাজ বাজ ছেড়ে দিয়ে আন্দোলনে মন দিয়েছে। কত প্রাণ চলে যাচ্ছে। তা স্বত্তেও কর্ম বিরতি প্রত্যাহার করা হয়নি। এই নির্দেশের পর যদি কর্ম বিরতি না তোলা হলে, রাজ্য কোন পদক্ষেপ নিলে কিছু করার নেই।

সেই সঙ্গে আদালত জানায়, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। এদিন আর জি কর মামলায় দ্বিতীয় দফার শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে।
আন্দোলনকারী ডাক্তারদের হয়ে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা। তিনি বলেন, শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে। পর্যাপ্ত নিরাপত্তা না হলে তাঁরা কাজে ফিরতে ভয় পাচ্ছেন। লুথরা আরও বলেন, সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। ফলে পরিষেবা ব্যাহত হয়নি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আর্থিক তছরূপ মামলায় এবার সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব ইডির। এম ভারত নিউজ

সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও যান তদন্তকারি আধিকারিকরা

Subscribe US Now

error: Content Protected