মায়ানমার ব্যাংক বিস্ফোরণে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ালো । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

গণতন্ত্রকামীদের দমাতে জুন্টা হত্যার পথ বেছে । এবার মায়ানমারের আমজনতা পালটা প্রতিরোধ গড়ে তুলছেন। তারাও সেনার উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন| যেমন রবিবার সকালে মান্দালয়ের মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ ঘটে, সেখানে এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হন। এদিকে সেনার অকথ্য অত্যাচারে মায়ানমারের মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল। মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ ঘটে| কারণ, এই ব্যাংকটি পরিচালনা করে সে দেশের সেনাবাহিনী এবং সেখান মোটা টাকা আয় করে তারা। কিন্তু ১ফেব্রুয়ারী থেকে মায়ানামারের আমজনতা ব্যাংকটিকে বয়কট করতে শুরু করেছেন। এমনকি ব্যাংকে গচ্ছিত অর্থও তুলে নিচ্ছেন অনেকেই|এর মধ্যেই ব্যাংকটির সামনে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে দেশের সেনাবাহিনী। এদিনেই মায়ানমারে রক্তবন্যা বইছে।

দেশের নেত্রী আন সান সুকি-র মুক্তি চেয়ে শুক্রবার থেকে আন্দোলন শুরু করা হয় এবং সেই আন্দোলন কড়া হাতে দমন করতে উদ্যোগী হয় জুন্টা। নিরাপত্তারক্ষীরা নির্বিচারে অত্যাধুনিক রাইফেল থেকে গুলি চালায় এবং এর ফলে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জন বিক্ষোভকারীর। তারপরে শনিবারও সেখানে সংঘর্ষ হয়।স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার পর বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সঠিকভাবে মৃতের সংখ্যা কত তা জানা সম্ভব নয়। আর সেনার ভয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরাও মুখ খুলছেন না। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইতিমধ্যে সে দেশে মৃতের সংখ্যা ৭০০ পেরিয়ে গিয়েছে| গণতন্ত্র ফেরাতে উত্তাল হয়ে উঠেছে মায়ানমার|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাবরি মসজিদ কেসের দায়িত্বে থাকা বিচারপতিকে গুরুত্বপূর্ণ পদে বসালেন যোগী । এম ভারত নিউজ

ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে দেশে ভিন্ন ধর্মীয় মানুষদের মধ্যে চাপানউতর লেগেই রয়েছে| দেশের খুব গুরুত্বপূর্ণ ইস্যু এই বাবরি মসজিদ, যাকে নিয়ে জল্পনা তুঙ্গে থাকে| বাবরি মসজিদ কাণ্ডে ভারপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবকে রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল যোগী আদিত্য নাথ। সুরেন্দ্র কুমার যাদব বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বিজেপি নেতা […]

Subscribe US Now

error: Content Protected