বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু পুরুলিয়ায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

পুরুলিয়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বৃদ্ধ দম্পতি মৃতদেহ।ফ্ল্যাটের মধ্যে মেঝেতে বালিশ চাপা অবস্থায় বাড়ির গৃহকর্তাকে এবং বৃদ্ধাকে বিছানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান ওই বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়েছে বলেই মনে হচ্ছে। পুলিশ ওই বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসল ঘটনা খতিয়ে দেখতে পুলিশ প্রতিবেশী এবং বৃদ্ধ দম্পতির মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।জানা যাচ্ছে ওই বৃদ্ধ দম্পতি পুরুলিয়ার তিন নম্বর ওয়ার্ডের এক আবাসিকের বাসিন্দা এবং বিবাহসূত্রে তাদের একমাত্র মেয়ে পম্পা সদর পাড়ার বাসিন্দা। একমাত্র মেয়ে হওয়ায় বাপের বাড়িতে প্রায় রোজই আসা-যাওয়া ছিল মেয়ের। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সন্ধ্যেবেলা পম্পা তার মা-বাবার কাছে এসেছিলেন। কিন্তু তিনি রাতে বাড়ি ফিরে যান।

আজ সকালে বাড়ির পরিচারিকা এসে ফ্ল্যাটের কলিং বেল বাজলে, ভেতর থেকে কেউ গেট না খোলায় পরিচারিকা আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকেই দেখতে পায় বৃদ্ধ দম্পতি ঘরের মধ্যে পড়ে আছে। বাড়ি পরিচারিকা কিছু বুঝতে না পেরে বাইরে গিয়ে চিৎকার শুরু করে। আওয়াজ শুনে আবাসিকের বাসিন্দারা ছুটে আসে। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৃদ্ধাকে কোন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এবং ৭০ বছরের বৃদ্ধকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। কে বা কারা এই রকম খুন করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মীয় পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভাগ্নে টাকা ফেরত না দেওয়ায় আত্মঘাতী মামা-মামি । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ভাগ্নে টাকা ফেরত না দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন মামা ও মামিমা। আজ সকালে রামপুরহাট থানার জয়রামপুর সেতুর কাছে জাতীয় সড়কের ধার থেকে তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই দুজনের মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি রামপুরহাট বড়জোল গ্রামের বাসিন্দা ভাগ্নে নিরঞ্জন গয়না […]
district_621

Subscribe US Now

error: Content Protected