0
0
Read Time:1 Minute, 10 Second
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, হাওড়া ময়দানে ইটের ঘায়ে মাথা ফাটল পুলিশের। জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামান থেকে টিয়ার গ্যাসের সেল ছুড়ল পুলিশ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র। হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্র পরিস্থিতি। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের।
ক্রমশই রণক্ষেত্র হচ্ছে পরিস্থিতি হাওড়ায়।
পশ্চিমবঙ্গ ‘ছাত্র সমাজে’র মিছিল ঘিরে তুলকালাম। হাওড়ার মল্লিক ফটক বাজারে এদিন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। সেখানেই আহত হন চণ্ডীতলার আইসি। তার মাথা ফেটে গিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।