রাজ্যের গণপরিবহনকে স্তব্ধ রেখে , বাস মালিকদের অনার্য দাবি সরকার কোন মতেই মেনে নেবে না জানিয়ে দিল পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । বুধবার মিটিংয়ে বাস মালিকদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে পেট্রোপণ্যের দাম বাড়লেও বাসের ভাড়া একই রাখতে হবে। রাজ্য সরকার এই সিদ্ধান্তে অনড় থাকবে।বেঙ্গল বাস ইউনিয়নের তরফে জানানো হয়েছে কাল অর্থাৎ শনিবার সকালেই আরও ৩৫০০ বেসরকারি বাস রাস্তায় নামাবে তাঁরা।ফলে অফিস যাত্রীরা কাল থেকে স্বস্তি পাবেন এমনটাই মনে করা হচ্ছেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ শে জুন ঘোষণা করেছিলেন পয়লা জুলাই থেকেই ৫০% যাত্রী নিয়ে রাজ্যের সরকারি ও বেসরকারি উভয় প্রকার বাসই চালু হবে ।

কিন্তু কলকাতা ছাড়া বেসরকারি বাস দূরবর্তী জেলা ও শহরে প্রায় চলছে না বললেই চলে ফলের নিত্যযাত্রীদের প্রতিনিয়ত চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।বুধবার বৈঠকে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন এখনই বাসের ভাড়া বাড়ানো সম্ভব নয়, কিন্তু নিত্যযাত্রীদের দুর্ভোগ রোধ করতে রাস্তায় আগে বাস নামাতে হবে। প্রায় ঘন্টা দেড়েক বৈঠকের পরেও কোন সমস্যার সমাধান হয়নি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নবান্ন থেকে আপাতত ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তই ঘোষণা করেছেন।বাস মালিকরা সিদ্ধান্ত নেন সরকার যদি এখন ভাড়া না বাড়ায়, তাহলে আগামী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স এবং দূরপাল্লার বাসের ক্ষেত্রে টোল ট্যাক্স মুকুব করার আবেদন জানিয়ে পরিবহনমন্ত্রী কে চিঠি দেবেন।