ফের রাজ্যে নাড্ডা, বঙ্গ বিজেপিকে কী বার্তা নেতার? এম ভারত নিউজ

Mbharatuser

পাশাপাশি, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা।

0 0
Read Time:2 Minute, 56 Second

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। চলতি বছরে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের দিকে নজর রেখে, রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বঙ্গ বিজেপি সূত্রে খবর রবিবার দুটি জনসভায় ভাষণ দেবেন তিনি। তবে শনিবার সন্ধ্যায় কলকাতায় আসবেন এবং পশ্চিমবঙ্গের দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব। তারপর সেখান থেকে সোজা নিউটাউনের একটি হোটেলে চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা।

রবিবার সকালে, প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে যাবেন। সেখানে তিনি তার প্রথম জনসভা করবেন। এরপর দ্বিতীয় জনসভায় তিনি যাবেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। পরপর সমাবেশের পরে, বিজেপি সভাপতি দিল্লিতে ফিরে যাওয়ার আগে রবিবার সন্ধ্যায় কলকাতায় ফিরবেন বলেই জানা যাচ্ছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পরের বছর লোকসভা ভোট। এই দুই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। তাই বারবার কেন্দ্রীয় নেতৃত্বের যাওয়া আসা লেগেই রয়েছে। অন্যদিকে, আবার মনে করা হচ্ছে, এদিনের বৈঠক থেকে পঞ্চায়েত ভোটের আগে দলে ভাঙন ঠেকানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কী কৌশল নেওয়া হবে, সে ব্যাপারেও বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ত্রিপুরায় মোদি, মাথাভাঙায় অভিষেক, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এম ভারত নিউজ

বিএসএফ বাহিনীর ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের যুবরাজ

Subscribe US Now

error: Content Protected