আগামী শনিবার, ৯ই জানুয়ারি পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর সফরে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে,পি,নাড্ডা। সেখানে মুস্থুলি গ্রামে সভা করবেন তিনি । বিধানসভা ভোটের আগে বাংলায় অমিত শাহের পর বাংলায় আসবেন নাড্ডা ।
আজ কাটোয়ার পরিদর্শনে আসেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। কাটোয়ায় কাছারি রোডে ‘চায়ে পে চর্চা’-তে উপস্থিত ছিলেন মেনন। সেখানে রাজ্য সরকারের কর্মদক্ষতা নিয়ে প্রশ্নবোধক মন্তব্য করেন মেনন । তিনি সেখানে আশ্বস্ত করেন যে রাজ্য সরকার কিষাণ সম্মান নিধির ফাইল জমা করার ৪৮ ঘন্টার মধ্যে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন । জানান যে, শনিবার কার্যক্রম অনুযায়ী নাড্ডা স্থানীয় ৫ জন কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন। এমনকি মধ্যাহ্নভোজনও করবেন এক কৃষকের বাড়িতে ।

বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূল কে সরিয়ে বাংলা অধিকারে তৎপর বিজেপি। আগামী সপ্তাহে রাজ্যে আবারও আসতে পারেন অমিত শাহ। হাওড়ার ডুমুরজলায় তিনি সভা করতে পারেন। আবার এই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে বিজেপিতে দলবদল, লক্ষীরতন শুক্লার পদত্যাগের পর বিজেপির দাবী বিধানসভা নির্বাচনের আগে প্রায় ১১জন তৃণমূল নেতা যোগ দিতে পারেন বিজেপিতে। এমন সময় বিজেপির এই পদক্ষেপ কৃষকদের গরিষ্ঠ সংখ্যক ভোট লাভের ক্ষেত্রে অনেকটা কার্যকরী হতে পারে ।