ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে দিল্লিতে ফেরাতে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তিন আইপিএস অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে কাজ করার জন্য তলব করা হল। ওই তিনজন আইপিএস হলেন, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডিআইজি (প্রেসিজেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠী।

আগেই ঘটনার দিন শিরাকোলে ঠিক কী হয়েছিল তার বিবরণ জানতে চেয়ে রাজভবন এবং নবান্নের রিপোর্ট তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনার পরের দিনই সেই রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রিপোর্টে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল।

পাশাপাশি এ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। যদিও শুক্রবারই পাল্টা চিঠি দিয়ে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন মুখ্যসচিব। এই আবহেই শনিবার রাজ্যের তিন আইপিএস অফিসারকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যেতে রাজ্যকে চিঠি দিয়েছে শাহের মন্ত্রক।

নিয়ম অনুযায়ী আইপিএসদের দিল্লি ফিরিয়ে আনতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি লাগে। সূত্রের খবর, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দেবে না। যদি তাই হয় সেক্ষেত্রে কী পদক্ষেপ নেয় কেন্দ্র এখন সেটাই দেখার।