বঙ্গ ভোটের আগে একই মাসে পরপর দুবার বঙ্গ সফরে আসার ঘোষণা নরেন্দ্র মোদির। গতকালই বঙ্গে ব্রিগেড করে গেছেন তিনি। বাংলায় পদ্মফুল ফোটানোর স্বপ্নকে বাস্তবায়ন করতে ঘন ঘন বঙ্গে আসছেন বিজেপির সর্বোচ্চ শীর্ষ নেতারা ।গতকাল ব্রিগেডে এসে ঠিক এমনটাই বুঝিয়েছেন তিনি নিজে। সম্ভবত চলতি মাসের ১৮ ও ২০ তারিখ রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৮তারিখে পুরুলিয়া সফরে যাওয়ার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী স্বয়ং। প্রধান বক্তা হিসেবে হাজির থাকতে পারেন মোদী ২০ মার্চ, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বিজেপির সভায়।
গতকালই ব্রিগেডের মাঠে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী । ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় একের পর এক পুরনো ছবির সংলাপ আওড়াতে থাকেন তিনি, যা স্বভাবতই পুরো দলকে চাঙ্গা করতে সহায়তা করে। বঙ্গে বিজেপি শাসন আনতে নিয়মিত টিপস দিচ্ছেন কৈলাসদের।