মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দুর অরাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার আগে ভুতামোড়ে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে পাল্টা নন্দীগ্রামের মোহাম্মদপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ,ওইদিন যখন তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক চলছিল সেইসময় বিজেপির দুষ্কৃতীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় এবং ভাঙচুর চালায়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ। এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে।

অন্যদিকে, গতকাল আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আজ অর্থাৎ বুধবার হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি গতকালের মত আজও ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।