সামনেই বঙ্গ ভোট, তাই বারংবার ব্ঙ্গভ্রমণ করে নিজেদের স্থান পাকা করার চেষ্টা করছে বিজেপির শীর্ষ নেতারা। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ,অমিত শাহ সহ নাড্ডা প্রত্যেকেই বঙ্গ ভ্রমণ করে গেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ফের আরো একবার একদিনের জন্য ঝটিকা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,এমনটাই খবর পাওয়া গেছে ইতিমধ্যেই। হলদিয়াতে কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগদান করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বঙ্গ ভোটের আগে বাঙালির মনে জায়গা করে নেওয়ার জন্য প্রত্যেকটি চেষ্টাই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার প্রয়াস থাকছে গেরুয়া শিবিরের । নেতাজির জন্মদিন থেকে শুরু করে গ্রাম্য তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজন পর্যন্ত সমস্ত কিছুতেই এগিয়ে থাকতেন তাঁরা। আগামী ৭ ই ফেব্রুয়ারি প্রথমে কলকাতা হয়ে হলদিয়া যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন কেন্দ্র সরকারের একটি অনুষ্ঠানে যোগদান করার জন্যই একদিনের ঝটিকা সফরে আসছেন তিনি, অনুষ্ঠান শেষে সেইদিনই দিল্লি তে ফিরে যাবেন তিনি। যদিও সূত্রের খবর অনুসারে বলা হয়েছে সেই দিন কোনো রাজনৈতিক সমাবেশ রাখা হয়নি, তবে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্ব চাইছেন মোদিকে দিয়ে ঐদিন একটি সভার আয়োজন করতে।