মঙ্গলের বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 23 Second

মহাকাশপ্রেমী মানুষের কাছে মহাকাশের প্রতি ভালোবাসার খোরাক যোগাতে মঙ্গলের বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা। নাসা তার একটি বিবৃতিতে জানিয়েছে, তাঁরা যে চিত্রটি প্রকাশ করেছে সেটা মঙ্গলের এক বিস্তীর্ণ অঞ্চলের। এই এলাকাটি প্রায় ১৯ মাইল জুড়ে। চিত্র যে দৃশ্যটি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে এটি একটি নীল হলুদ সমুদ্র।

নাসা জানিয়েছে, তারা যে ছবি তুলেছে সেটা এক বিস্তীর্ণ অঞ্চলের। এই মঙ্গলের বুকে বালিবাতাসের সমুদ্র ছেয়ে রয়েছে প্রায় টেক্সাসের মতো আয়তনের এক এলাকা জুড়ে। ছবিতে যে রঙ দেখা যাচ্ছে, তা অবশ্য ওরিজিনাল নয়। কেননা, তাপমাত্রার সঙ্গে সঙ্গেই বদলে যায় এই এলাকার রঙ। নীল অঞ্চলটা শীতল, সূর্যতপ্ত অঞ্চলটা হলুদ। হঠাৎ করে এই ছবিটি প্রকাশের বিশিষ্ট কারণ আছে , নাসার তরফ থেকে জানানো হয়েছে Mars Odyssey orbiter-এর ২০ বছর পূর্ণ হল। এই ছবিটি ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে তোলা হয়েছিল।

২০০১ মঙ্গল ওডিসি একটি রোবোটিক মহাকাশযান যা মঙ্গল গ্রহে প্রদক্ষিণ করে। প্রকল্পটি নাসা দ্বারা বিকাশ করা হয়েছিলএবং লকহিড মার্টিনের সাথেচুক্তি হয়েছিল, যার পুরো মিশনের জন্য ২৯৭ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর মিশনটি হল অতীত বা বর্তমানের জল এবং বরফের প্রমাণ সনাক্তকরণের পাশাপাশি গ্রহের ভূতত্ত্ব এবং বিকিরণের পরিবেশ অধ্যয়নকরার জন্য স্পেকট্রোমিটার এবং একটি থার্মাল ইমেজার ব্যবহার করা।

বিশেষত মহাকাশ প্রেমী মানুষদের কাছে আরও একবার এই স্মৃতি জাগ্রত করতে এবং পাশাপাশি Odyssey-র অ্যানিভার্সারি উপলক্ষে এই ছবি প্রকাশ করেছিল নাসা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোভিড বিধি শিকেয় তুলে হরিদ্বারে চলছে কুম্ভমেলা । এম ভারত নিউজ

দেশ জুড়ে কোভিড গ্রাফ ঊর্দ্ধমুখী, উদ্বিগ্ন গোটা দেশ|এই আশঙ্কাজনক অবস্থার মধ্যেই উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলায় ধরা পড়ল অন্য রকম চিত্র। সেখানে কাতারে কাতারে পুণ্যার্থী শাহি স্নানের জন্য হাজির হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, সামাজিক দূরত্ব তো দূর অস্ত্ বহু পুণ্যার্থীর মুখে মাস্ক পর্যন্ত নেই। কুম্ভমেলার এই জমায়েত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন […]

Subscribe US Now

error: Content Protected