Read Time:1 Minute, 3 Second
ষষ্ঠীর দিন বেতন পরিকাঠামো স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে
পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ি ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়েল এমপ্লয়িজ সমিতি। এদিন অবরোধ চলাকালীন পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। প্রায় এক ঘণ্টা পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। একই ইস্যুতে বেশকিছু জেলায় অনশনে বসেছে তারা। তাতেও সমাধান সূত্র না বের হওয়ায় বাধ্য হয়ে এদিন জাতীয় সড়ক অবরোধ করে পশ্চিমবঙ্গ
কলেজ ক্যাজুয়েল এমপ্লয়িজ সমিতির সদস্যরা।
