Read Time:56 Second
এনসিবিকে দেওয়া ২০ পাতার লম্বা বিবৃতিতে বেশ কয়েকজন বলি তারকার নাম নিয়েছেন অভিনেত্রী রিয়া । এই সুত্রেই এবার এনসিবি-র নজরে সারা আলি খানচ। নজরে রয়েছেন আরও দুই অভিনেত্রী-রকুল প্রীত ও সিমন খামবাট্টা । নজরে রয়েছেন মুকেশ ছাবড়া, রাকুলপ্রীত সিং, রোহিনী লায়র-সহ বেশ কয়েকজন । সম্পূর্ণ প্রস্তুতি সেরে আগামী কয়েক দিনে বলিউড তারকাদের এক এক করে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি ডাকবে বলে জানা গিয়েছে । বলিউডের আরও বেশ কয়েকজন তারকা-সহ পরিচালক, প্রযোজকদের নাম নিয়েছেন রিয়া কিন্তু তাঁদের নাম এখনও জানা যায়নি ।
