সিউড়িতে সামাজিক সচেতনতার পাঠ পড়ালেন এনসিসি ক্যাডেটরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : সামনেই স্বাধীনতা দিবস। আর তার আগেই গোটা সিউড়িবাসিকে সামাজিক সচেতনতার পাঠ পড়াতে এগিয়ে এলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি ক্যাডেটরা। মূলত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বা দেশের জন্য নিজের আত্ম বলিদান দিয়েছেন এমন মনীষীদের মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়েছে। তবে বেশিরভাগ স্থানেই সেই মূর্তিগুলি পরিচর্যার কাজে কোনো রকম কোনো উৎসাহ দেখান না সাধারণ মানুষ। সেক্ষেত্রে তাদের আত্মবলিদানকে সম্মান জানানো হয়ে ওঠে না। আর তাই আজ নিজেরাই ভবিষ্যতের কান্ডারী হিসেবে সমাজ সচেতনতার মাধ্যমে মূর্তি পরিচর্যার কর্মসূচি পালন করলেন। তাঁদের এই উদ্যোগে খুশি গোটা সিউড়িবাসি। সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি ক্যাডেট এক ছাত্রীর সঙ্গে কথা বলে জানতে পারা যায়, স্বাধীনতার সঙ্গে যুক্ত সমস্ত মনীষীদের মূর্তিগুলি পরিষ্কার করার কাজ করা হয়। সিউড়ি স্টেশন থেকে শুরু করে সিউড়ি বাস স্ট্যান্ড এমনকি রাস্তার মোড়ের মূর্তিগুলোকেও পরিষ্কার করেন তাঁরা।

দিনের-পর-দিন দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দাঁতে দাঁত চেপে লড়েছেন এই মনীষীরা। কোথাও মেয়েদেরকে যোগ্য অধিকার পাইয়ে দিতে , তো কোথাও সমাজের অন্যায়, অরাজকতা রুখে দিতে এগিয়ে এসেছিলেন এই মনীষীরা। তবে দীর্ঘদিন রাস্তার ধারে ধুলোয় অবহেলিত লাঞ্ছিত হতে হয় এই মূর্তি গুলিকেই। আর সেই কারণেই এবার সামাজিক সচেতনতার পাঠ হিসেবে এই উদ্যোগ নিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের ছাত্র ছাত্রীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্য কমিটির বৈঠকে নয়া প্রস্তাব সিপিএমের । এম ভারত নিউজ

প্রবীনদের অবসরের প্রস্তাব দেওয়া হল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১এ ভরাডুবি হয়েছে সিপিএমের। আর এবার সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নবীন থেকে প্রবীণ সকলেই। আর সেই কারণেই সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে , প্রবীনদের অবসরের আবেদন জানানো হয়। মূলত সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ৭৫ ঊর্ধ্ব, রাজ্য কমিটিতে ৭২ ও […]

Subscribe US Now

error: Content Protected