বিয়ের পিঁড়িতে বসতে চলছেন গায়িকা নেহা কক্কর। তবে পাত্র কিন্তু আদিত্য নারায়ণ নন। শোনা যাচ্ছে খুব শিগগিরই নাকি দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চলেছেন কালা চশমা
, দিলবর দিলবর
, সাকি সাকি
গানের গায়িকা নেহা। পাত্রও সঙ্গীত জগতের মানুষ। সম্প্রতি মিউজিক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ রাইজিং স্টার’-এর দ্বিতীয় সিজনে প্রথম রানার-আপ হয়েছেন রোহন।
কিছুদিন আগে নেহা আর রোহন একসঙ্গে একটি মিউজিক ভিডিও করেছেন। ‘আজা চল ভিয়া করওয়াইয়ে লকডাউন ভিচ কাট্টা হোনে খরচে’। এই পঞ্জাবি গানটির লিরিক লিখেছেন রোহন। এটি নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেছেন নেহা। রোহন অপর একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দুজনকে একসঙ্গে ‘ডায়ামন্ড দা ছাল্লা’ গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে নেহার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে রোহন। আর যা দেখে নেটিজেনদের ধারণা দ্রুতই চারহাত এক হতে চলেছে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই দিল্লিতে দুজনের বিয়ে হবে। তবে মহামারীর কারণে অনুষ্ঠানের জাঁকজমক থাকবে কম। এর আগে শোনা গিয়েছিল নেহার সঙ্গে বিয়ে হবে উদিত নারায়ণের ছেলে আদিত্যের সঙ্গে। তাই বিয়ে না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না এই খবর।