
আজ নেতাজীর 125 তম জন্ম জয়ন্তীতে কেন্দ্রের তরফ থেকে পালিত হচ্ছে “পরাক্রম দিবস” ।পাশাপাশি গত সপ্তাহে রেল মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, নেতাজি কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন করে রাখা হবে নেতাজি এক্সপ্রেস।শনিবার নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিনেই নয়া নামে ছুটবে কালকা মেল। হাওড়া কালকা মেল এর বিশেষত্ব অবশ্যই এটাই যে এই ট্রেনে চড়ে এই নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছিলেন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যদিও নেতাজি যখন পলায়ন করেছিলেন তখন এই ট্রেনের নাম হাওড়া কালকা মেল ছিল না , ছিল হাওড়া -পেশোয়ার এক্সপ্রেস, তবে এই রেল সর্বপ্রথম যখন যাত্রা শুরু করে তখন তার নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল।

পরবর্তীতে একাধিকবার নামকরণের পরেও কেন্দ্রে তরফ থেকে পুনরায় এই ট্রেনের নাম বদল করে রাখা হল, নেতাজি এক্সপ্রেস । রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এতে খুশি দেশের রেলকর্মীরা পাশাপাশি তাদের পরিবারও। আজ নেতাজী জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে দেশের নানান কর্মসূচি চলছে ।নানা ভাবে অনুষ্ঠিত হচ্ছে তার জন্মতিথি। তাই রেল মন্ত্রকের তরফ থেকে এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।আপাতত স্পেশাল ট্রেন হিসাবে চলার জন্যে 02311/02312 হাওড়া-কালকা মেল নেতাজী এক্সপ্রেস হিসাবে চলবে। পরিষেবা স্বাভাবিক হয়ে গেলে ট্রেন চলবে 12311/12312 নেতাজী এক্সপ্রেস নামেই।