আজ থেকেই ছুটবে “নেতাজি এক্সপ্রেস” । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

আজ নেতাজীর 125 তম জন্ম জয়ন্তীতে কেন্দ্রের তরফ থেকে পালিত হচ্ছে “পরাক্রম দিবস” ।পাশাপাশি গত সপ্তাহে রেল মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, নেতাজি কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন করে রাখা হবে নেতাজি এক্সপ্রেস।শনিবার নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিনেই নয়া নামে ছুটবে কালকা মেল। হাওড়া কালকা মেল এর বিশেষত্ব অবশ্যই এটাই যে এই ট্রেনে চড়ে এই নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছিলেন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যদিও নেতাজি যখন পলায়ন করেছিলেন তখন এই ট্রেনের নাম হাওড়া কালকা মেল ছিল না , ছিল হাওড়া -পেশোয়ার এক্সপ্রেস, তবে এই রেল সর্বপ্রথম যখন যাত্রা শুরু করে তখন তার নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল।

পরবর্তীতে একাধিকবার নামকরণের পরেও কেন্দ্রে তরফ থেকে পুনরায় এই ট্রেনের নাম বদল করে রাখা হল, নেতাজি এক্সপ্রেস । রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এতে খুশি দেশের রেলকর্মীরা পাশাপাশি তাদের পরিবারও। আজ নেতাজী জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে দেশের নানান কর্মসূচি চলছে ।নানা ভাবে অনুষ্ঠিত হচ্ছে তার জন্মতিথি। তাই রেল মন্ত্রকের তরফ থেকে এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।আপাতত স্পেশাল ট্রেন হিসাবে চলার জন্যে 02311/02312 হাওড়া-কালকা মেল নেতাজী এক্সপ্রেস হিসাবে চলবে। পরিষেবা স্বাভাবিক হয়ে গেলে ট্রেন চলবে 12311/12312 নেতাজী এক্সপ্রেস নামেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলায় মোদি: দেখুন এই মুহূর্তের আপডেট । এম ভারত নিউজ

নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় আসার কথা হয়েছিল নরেন্দ্র মোদির। প্রথমে দুপুর তিনটে নাগাদ বিমান বন্দরে এসে পৌঁছানোর পর তার চপার পৌঁছে দেয় রেসকোর্সে। সেখানে তাকে স্বাগত জানাতে আসেন রাজ্যপাল জাগদীপ ধনকার থেকে শুরু করেরাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্য সরকারের তরফ […]

Subscribe US Now

error: Content Protected