দীপাবলি নিয়ে আমেরিকায় পেশ নয়া বিল। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 1 Second

দীপাবলিকে ফেডারেল হলিডে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে। আলোর এই উৎসবকে ফেডারেল হলিডে ঘোষণার প্রস্তাব নিয়ে প্রকাশ করা হল বিল। ভারতের পাশাপাশি বহু দেশের মানুষ আজকের দিনটিকে উদযাপন করেন। আলোর রোশনাইয়ে ঢেকে দেওয়া হয় সমস্ত অন্ধকার। আর করোনাকালীন পরিস্থিতিতে এই দীপাবলিকেই এক আলোর দিশারী হিসেবে দেখছেন সে দেশের সরকার। প্রসঙ্গত উল্লেখ্য নিউইয়র্কের ডেমোক্রাট সদস্য ক্যারোলিন বি মালোনে গতকাল এই বিলের বিষয়টি তুলে ধরেছিলেন। আমেরিকান কংগ্রেসের সামনে তুলে ধরা এই বিলের বিষয়ে তাঁর সঙ্গ দিয়েছিলেন রাজা কৃষ্ণমূর্তির মত অনেকেই। বিদেশের মাটিতে দেশীয় রীতির ভাব তুলে ধরতে ইন্দো-আমেরিকান বহু নেতারাই এগিয়ে এসেছিলেন।

ফেডারেল এই ছুটির আবেদন জানাতে গিয়ে, এই ছুটির স্বপক্ষের সকল করতে গিয়ে মালোনে বলেন ,‘‘এ বছরের দীপাবলি কোভিডের অন্ধকার সময়ের বিরুদ্ধে জাতির এগিয়ে চলার প্রতীক হিসেবে উদযাপন করা হোক। আলোর রোশনাইয়ের এই উৎসবের মাধ্যমে অন্ধকারকে ছাপিয়ে আলোর জয় উদযাপন করতে পেরে আমি গর্বিত অনুভব করব।দীপাবলি উদযাপনের মাধ্যমে আমরা সকলেই জাতির জন্য সুখ, নিরাময়, শিক্ষা, আলো এবং আগামী দিনের অনিশ্চিত সময়ের পথের দিশারী হতে চাই।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার বিধিনিষেধ মেনেই কালীপুজো দক্ষিণেশ্বরে । এম ভারত নিউজ

দেশ জুড়ে বাড়ছে করোনার ভয়াবহতা। আর তার মাঝে দীপাবলি এবং কালীপুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে এক নয়া বদল দক্ষিণেশ্বরের মন্দিরে। প্রাচীনকাল থেকে একই নিয়মে পুজো হয়ে আসছে গঙ্গার তীরবর্তী এই সুপ্রাচীন কালী মন্দিরটিতে। তবে করোনাকালীন পরিস্থিতিতে কঠোরভাবে পালন করা হচ্ছে সামাজিক দূরত্ব। গত বছরের ন্যায় এবছরও দূরত্ব বিধি মেনেই পুজো করানো […]

Subscribe US Now

error: Content Protected