পিছিয়ে গেল কলকাতায় মেট্রো চালুর দিন । ৮ সেপ্টেম্বর চালু হওয়ার কথা ছিল মেট্রোর । তবে, যাত্রী সুরক্ষার কথা চিন্তা করেই পিছিয়ে দেওয়া হল মেট্রো চালুর দিন । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ নবান্নে মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনের । এই বৈঠকে উপস্থিত ছিলেন নবান্নের অতিরিক্ত মুখ্যসচিব, পরিবহণ দফতরের আধিকারিক, কলকাতা পুলিশের কমিশনার, ডিরেক্টর জেনারেল, কলকাতা পুরসভার আধিকারিক এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । জানা গিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি অর্থাৎ ১৪ বা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে মেট্রো পরিষেবা । কী ভাবে মেট্রোর মধ্যে যাত্রীদের সুরক্ষার বন্দোবস্ত করা যাবে তা নিয়েও আলোচনা করা হয় এই বৈঠকে । বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয় যা পরে মেট্রোর তরফে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলেই জানা গেছে ।
