চন্দননগরের কন্যার মুকুটে নতুন পালক! মাউন্ট মাকালু জয় পিয়ালির। এম ভারত নিউজ

admin

মাকালু শৃঙ্গ জয় করে আরও এক নজির গড়লেন বাংলার মেয়ে পিয়ালি বসাক।

0 0
Read Time:3 Minute, 6 Second

মাকালু শৃঙ্গ জয় করে আরও এক নজির গড়লেন বাংলার মেয়ে পিয়ালি বসাক। নেপালের এজেন্সি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার জানিয়েছে, আজ সকাল ৭-৮টা নাগাদ মাউন্ট মাকালু জয় করেন পিয়ালি বসাক। মাউন্ট মাকালু বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ। এভারেস্ট ও লোৎসে জয়ের পর আরও দুটি আট হাজারি শৃঙ্গ জয় করলেন চন্দনগরের কন্যা।

মাস খানের আগে অসুস্থ বাবার জন্য মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। তবে পাহাড়ি মন কিছুতেই মানছিল না তাই আবার পাহাড়ের টানে ছুটে যান পিয়ালি। আর অবশেষে আরও এক স্বপ্ন পূরণ করলেন পিয়ালি।

গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন পর্বতারোহী পিয়ালি। গায়ে জ্বর নিয়েই ১৭ এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন পিয়ালি। বাবা তপন বসাকের অসুস্থতার খবর জানতে পেরে গত ২৪ এপ্রিল বাড়ি ফিরে আসেন পিয়ালি। এরপর ২৭ এপ্রিল তিনি ফের মাকালু অভিযানে বের হন। বাংলার মেয়ের অদম্য ইচ্ছের সামনে কোনও কিছুই বাধা নয়। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছিলেন পিয়ালি। আজ সকালে সামিট করেন।

২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালি। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন চন্দনগরের মেয়ে। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে ওঠেন পিয়ালী। তার দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন পিয়ালি। এই নিয়ে ছটি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি। এদিন চন্দননগরের বাড়ি থেকে পিয়ালির মা স্বপ্না বসাক বলেন, “মেয়ের সাফল্যে মা হিসেবে আমি গর্বিত। মেয়ে ভালো উপহার দিয়েছে। তবে মেয়ে সাফল্য পেলেও উৎকণ্ঠা থেকে যায়। প্রতিটা মুহূর্ত কাটে উৎকণ্ঠের মধ্যে। যতক্ষণ না মেয়ের সঙ্গে কথা বলতে পারি ততক্ষণ এই উৎকণ্ঠা থেকেই যায়।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বেইমানি করলে তৃণমূলের দরজা আজীবন বন্ধ' দলকে করা বার্তা অভিষেকের। এম ভারত নিউজ

জনসংযোগ যাত্রায় এখন পশ্চিম বর্ধমানের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বর্ধমানের পাণ্ডবেশ্বরে গিয়ে নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Subscribe US Now

error: Content Protected