
জনপ্রিয় ধারাবাহিকের তোড়া-ওম। টিভির পরিচিত এই জুটিকে কে না চেনে। নেট দুনিয়ায় চোখ রাখলেই দুজনের নানা মুহুর্তের ছবি দেখা যায়। সিরিয়াল থেকেই প্রেমে পড়া দুজনের। তারপর তোরা অর্থাৎ মধুবনি ও ওম অর্থাৎ রাজা গোস্বামীর প্রেম পরিনতি পায় বিয়েতে। দুজনে যে চুটিয়ে সংসার করছেন সেসব ছবিও অনুরাগীদের কাছে তুলে ধরেছেন এই জুটি। বিভিন্ন সময় নানা মুহুর্তের ছবি অনুরাগীদের উপহার দেন এই জুটি। বৃহস্পতিবার নায়িকা তাঁর স্বামী, রাজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তার ক্যাপশনে লেখা, ‘‘প্রেমে পড়তে চলেছি…আবার…আরও একবার…সারা জীবনের মতো… তবে এ বার আর রাজার সঙ্গে নয় । রাজাও প্রেমে পড়তে চলেছেন…তবে হ্যাঁ, এ বার আর আমার সঙ্গে নয় ।’’

এর আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গণেশ জননীর একটি ছবি পোস্ট করেন নায়িকা । ছোট্ট গণেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা । সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘দেখা হবে শুভক্ষণে ।’ এমনকি বেবি ইমোজিও ব্যবহার করেন তিনি । তবে কি এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার। যদিও খুব খোলসা করে কিছুই বলেননি তিনি । তবে তাঁর পরপর বেশ কয়েকটি পোস্ট দেখে ভক্তরা আন্দাজ করে নিয়েছেন যে খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন রাজা আর মধুবনী।