লকডাউনে মদের দোকান খোলা নিয়ে এবার নয়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। লকডাউনে দীর্ঘদিন বাড়িতে বসে মানুষের মনে তৈরি হচ্ছে অবসাদ। আর সেই অবসাদ থেকেই মদ্যপানের চাহিদা কয়েকগুণ বেড়েছে বিগত বছরের ন্যায় চলতি বছরেও। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে ২০১৬ সালে সর্বোচ্চ আদালত নির্দেশিকা জারি করেছিল যে জাতীয় এবং রাজ্য সড়কের ৫০০ মিটার দূরত্বের মধ্যে মদের দোকান খোলা যাবে না। এবং সরকারের পক্ষ থেকে ওই সমস্ত এলাকাগুলিতে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হবে না। এছাড়াও জাতীয় এবং রাজ্য সড়কের ধারে মদের বিজ্ঞাপন দিলে দিতে হবে জরিমানা।

কোন এলাকায় মদের দোকান খোলা বা বন্ধ করার বিষয়টি রাজ্য সরকারের হাতেই রয়েছে। তাই কেন্দ্র নয়, এই বিষয়গুলিকে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেই নিয়ন্ত্রণ করতে হবে নির্দেশ উচ্চ আদালতের। রাজ্য সরকারের প্রকাশ করা নয়া নির্দেশিকায় এবার থেকে মদের দোকান খোলার নিয়ম কিছুটা শিথিল করা হল। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত এলাকাতে জনসংখ্যা ২০,০০০ বা তার কম কেবলমাত্র সেখানেই মদের দোকানের লাইসেন্স মিলবে।