Read Time:59 Second
নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ
শুক্রবার বীরভূমের পুলিশ লাইনে অপারেশন ই-প্রাপ্তি নামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূম জেলা পুলিশ অনলাইনে প্রতারিত হওয়া ২০ লক্ষ টাকা ফেরত দিল ৩৫ জন প্রতারণার শিকার হওয়া ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দু’বছরে আনুমানিক ২০ লক্ষ টাকার বেশি এমন প্রতারণা ঘটেছে।
যার মধ্যে কুড়ি লক্ষ টাকার বেশি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তা প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। এর পাশাপাশি এদিন বীরভূম জেলা পুলিশ সুপার জানান এই সকল ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একটি ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে।