গত ৭২ ঘন্টায় কমপক্ষে ১২ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিং সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। এর মধ্যে শোপিয়ানে তিনজন , বিজবেহারে দুজন এবং অনন্তনাগে দু’জন নিহত হয়েছে সেনাবাহিনীর এই মিশনে। তিনি জানান গত ২৪ ঘন্টায় , ভারতের মোট চারটি পৃথক পৃথক স্থানে ভারতীয় সেনার জঙ্গি নিকেশ অভিযান চালায়, এবং সেখানে সফলতার সাথে মোট ১২ জন জঙ্গী নিকেশ করতে সক্ষম হয় তাঁরা। কাশ্মীরের বিজবেহেরা এলাকায় শেষ অপারেশন চলে। সেনা সূত্রে আসা খবর থেকে জানতে পারা গেছে অভিযান চলে, বিজবেহেরা ,ত্রাল, সোপিয়ান, এবং হারিপোরা এলাকায়।
দক্ষিণ কাশ্মীরের বিজবেহরা এলাকার জঙ্গী উপস্থিতির খবর আগে থেকেই পাওয়া গিয়েছিল বলেই জানিয়েছেন তিনি । এই খবর সামনে আসার পর থেকেই অনন্তনাগ জেলায় এনকাউন্টার শুরু হয় । সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দলগুলি ওই অঞ্চল ঘেরাও করে এবং তল্লাশি অভিযান শুরু করার পরে উভয় স্থানে বন্দুকযুদ্ধ হয়। ইন্সপেক্টর জেনারেল কাশ্মীর বিজয় কুমার বলেছেন যে, সেনাবাহিনীর এক জওয়ান হত্যাকাণ্ডে দায়ী সন্ত্রাসীদের বিজবেহার এনকাউন্টার করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার সন্ত্রাসীরা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারে তাঁর বাসভবনে টেরিটরিয়াল আর্মির এক সেনাকে গুলি করে হত্যা করেছিল।