নয়া সাফল্য পুরুলিয়া পুলিশের ! গ্রেফতার ৪ দুষ্কৃতী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

সোনার দোকানে ডাকাতি করার আগেই গ্রেফতার হল ৪ দুষ্কৃতী | ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের জেল খানা মোড়ের কাছে | জানা যাচ্ছে, গতকাল রাত ১ টার সময় পুরুলিয়ার সদর থানার পুলিশের একটি দল টহল দেওয়ার সময় জেল খানা মোড়ের কাছে সন্দেহজনক অবস্থায় ৪ জনকে দেখতে পায় | তারপর তাদের সঙ্গে কথা বার্তা বলতেই তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে | পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের সন্দেহ হয় | এরপরেই তাদেরকে তল্লাশি করলে ১ টি দেশি পিস্তল ২ রাউন্ড তাজা কার্তুজ, ১টি ভোজালি,১টি স্প্রীং ছুরি ও নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেল পাওয়া যায় |

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৩ জনের বাড়ী পুরুলিয়ার কোটশীলা থানার চ্যেকা গ্রামে। তাঁদের নাম যথাক্রমে অমর কুমার,প্রসেনজিৎ কুমার, রাহুল কুমার। অন্য একজন পুরুলিয়া শহরের ২২ নম্বর ওয়ার্ডের কাটিং পাড়া এলাকার। তার নাম শেখ রমজান |জানা যাচ্ছে, ধৃতদের প্রত্যেকের বয়স ২২ থেকে ২৩ এর মধ্যে | ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যাচ্ছে জেল খানা মোড়ের কাছে একটি সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যেই জমায়েত হয়েছিল তাঁরা| দোকানের সামনে চারজনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুরুলিয়ার সদর থানার পুলিশের একটি দল ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় | পুলিশের সন্দেহ হয় এই দুষ্কৃতী দলটি আরো কিছু ডাকাতির ঘটনার সাথে যুক্ত থাকতে পারে | ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মাজায়।দায়ের করা হয়েছে |

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফেরার আগেই কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার । এম ভারত নিউজ

পাঁচ দিনের সফর শেষে আজ কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে যেমন রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করেছেন মমতা, তেমনি সনিয়া ও রাহুল গান্ধি সহ একাধিক বিরোধী দল-নেতার সঙ্গেও বৈঠক সেরেছেন তিনি। কিন্তু শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়নি মমতার। মূলত ধরা যায় বিজেপির বিরুদ্ধে জোট শক্ত […]
politics_457

Subscribe US Now

error: Content Protected