খিলাড়ি অন ডিস্কভারি । বেয়ার গ্রিলসের জনপ্রিয় শো ‘ইনটু দ্য ওয়াইল্ডে’ আসছে নতুন চমক । এবারে বলিউড ফিটেস্ট অভিনেতা অক্ষয় কুমারকে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে । এই শো তে ভয়ানক সব জঙ্গলে গিয়ে অ্যাডভেঞ্চার করতে দেখা যায় পপ্যুলার গ্রিলসকে আর তাঁর সঙ্গে থাকেন একজন বিশেষ অতিথি । এর আগে এই শোয়ে অতিথি হিসেবে একবার গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সম্প্রতি সাউথ সুপারস্টার রজনীকান্তও গিয়েছিলেন এই শো তে । নিজের এপিসোডের টিজার নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয় । শেয়ার করার পর থেকেই তাঁর ভক্তদের মধ্যে বেড়েছে উত্তেজনা । অক্ষয় লিখেছেন – “তোমরা ভাবছ আমি পাগল, কিন্তু একমাত্র পাগলরাই ইনটু দ্য ওয়াইল্ডে যায়।” এক্সাইটেড বেয়ারও, তিনিও সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের সম্পর্কে লেখেন – “জীবন নিজেই একটা অ্যাডভেঞ্চার। আর অক্ষয়ের মতো অ্যাডভেঞ্চার প্রিয় পাগল খুব কমই রয়েছে।”

