করোনার মাঝে নয়া চিন্তা মাঙ্কি পক্স। জানা যাচ্ছে আমেরিকার দীর্ঘ কুড়ি বছরের ইতিহাসে মাঙ্কি পক্সের সংক্রমণ দেখা যায়নি। জানা যাচ্ছে এক বাসিন্দা শরীরে হঠাৎই এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। যা রীতিমতো চিন্তায় ফেলে আমেরিকাবাসীকে। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারা যায় কিছুদিন আগে নাইজেরিয়া থেকে ফিরেছেন তিনি। গত ৮ জুলাই নাইজেরিয়া থেকে আটলান্টা এবং ৯ জুলাই আটলান্টা থেকে ডালাসগামী বিমানে সফর করেছেন ওই ব্যক্তি। ফলে এই খবর সামনে আসার পরই দ্রুত তৎপরতার সঙ্গে ওই বিমানে সফর করেছেন এই ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের সাবধান করেছেন। পাশাপাশি এই বিষয়ে বেশি আতঙ্কিত না হওয়ার কথা জানানো হয়েছে, সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তরফ থেকে।

যেখানে বর্তমানে বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলি করোনা সংক্রমনের জেরে বেশ কিছুটা নাজেহাল , সেখানেই টেক্সাসের এই মাঙ্কি পক্সের ঘটনা বেশ কিছুটা চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। জানা যাচ্ছে করোনার মত এটিও একটি বায়ুবাহিত রোগ। সাধারণত নিঃশ্বাস- প্রশ্বাসের সঙ্গে মুখের ভেতরে প্রবেশ করতে পারে ,এবং পরবর্তীতে সংক্রমণ ঘটাতে পারে। সেক্ষেত্রে জানানো হয়েছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় মাস্ক পড়ে বাইরে বেরোনো।