সাকিনাকা ধর্ষণকাণ্ডের নয়া মোড়,এবার সিট গঠন করল মুম্বাই পুলিশ। জানা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে সমস্ত তদন্ত সম্পন্ন করার বার্তা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফে। দীর্ঘ ৩৩ ঘণ্টা লড়াইয়ের পর মৃত্যু হয় সাকিনাকা ধর্ষণকাণ্ডে নির্যাতিতার। জানা যায়, নির্যাতনের পরে তাঁর শরীরে রড ঢুকিয়ে দেয় অপরাধী। টানা কয়েকটি অস্ত্রোপচার ও ক্রমাগত ভেন্টিলেশনে রেখেও বাঁচানো যায়নি তাঁকে।কোনভাবেই রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি নির্যাতিতার শরীরের। প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার ভোরে মুম্বাইয়ের সাকিনাকায় একটি টেম্পোর মধ্যে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় ওই মেয়েটির দেহ। সেই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই পাশবিক অত্যাচারের চিত্র। ৩৩ বছরের এই মহিলার শরীরে তীব্র নির্যাতনের ছবি ফুটে উঠেছে।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই দ্রুত তদন্তের মাধ্যমে সাকিনাকা ধর্ষণকাণ্ডের, জড়িতদের শাস্তি দেওয়ার দাবি করেছেন উদ্ভব ঠাকরে। সেই কারণেই ইতিমধ্যেই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন মহারাষ্ট্র পুলিশ। ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আগামী এক মাসের মধ্যেই এই সম্পূর্ণ ঘটনা তদন্ত শেষ করা হবে। জানা যায় অভিযুক্ত বাড়ি উত্তরপ্রদেশে। এমনকি দুই সন্তানের বাবাও সে। প্রচণ্ড মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখেনা সে । বর্তমানে নিজের মাদক দ্রব্য ক্রয় করার জন্য পেট্রোল চুরি করত ওই ব্যক্তি। আপাতত সিট গঠনের মাধ্যমে তদন্ত শুরু করছে মুম্বাই পুলিশ।