নারদা মামলায় নয়া মোড়। পাল্টা হলফনামা জমা দিল সিবিআই। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের জমা দেওয়া হলফনামার পাল্টা হলফনামা জমা দিল সিবিআই। সিবিআই হলফনামায় অভিযোগ , উত্তর দেওয়ার অনুমতি চায় রাজ্য। আজ প্রশ্নোত্তর পর্ব শুরু করলে এই প্রসঙ্গে প্রশ্ন করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের “নিজাম প্যালেসে গিয়েছিলাম আইনজীবী হিসেবে। মামলাকারী সিবিআই বলে কি যে কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারেন প্রধান বিচারপতি ? সিঙ্গল বেঞ্চের বিচার্য মামলা কীভাবে ডিভিশন বেঞ্চ গ্রহণ করতে পারে ? ১৯ মে দুই বিচারপতির ভিন্নমত পোষণে মামলা তৃতীয় বিচারপতির কাছে যাওয়া উচিত ছিল। যারা ডিভিশন বেঞ্চে থাকেন তাঁরা তৃতীয় বেঞ্চে থাকতে পারেন না।”
কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। তিনি বলেন, “আজ আপনারা কী সওয়াল করতে চান তার একটি রূপরেখা দিন। বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। আজ ট্রেলার দেখান, পুরো সিনেমা দেখানোর দরকার নেই। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ১৬ আগস্ট জানা যাচ্ছে এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ।