Read Time:40 Second
সাংস্কৃতিক পোশাক পরে, নিউ ইয়র্কের ত্রি-কোনিয় রাজ্য অঞ্চল জুড়ে প্রবাসী ভারতীয় এবং অন্যান্য রাজ্য থেকে আগত বহু মানুষ সন্ধ্যায় টাইমস স্কোয়ারে জড়ো হয়েছিলেন যেখানে আয়োজকরা প্রদীপ জ্বালানো,ভজন গাওয়া এবং মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি ‘জয় শ্রী রাম’-এর নাম করে পতাকা ও ব্যানার উত্তোলন করেন তাঁরা । টাইমস স্কোয়ারে উদযাপন করেন মন্দিরের ভূমি পুজোর আনন্দ ।
