নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এবার বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। শুধু তাই নয়, তারা পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বোলপুর থানার অন্তর্গত ২নং নম্বর ওয়ার্ডের ত্রিশুলাপট্টির সবুজপল্লি এলাকায় বিজেপি করার অপরাধে মনোজিৎ নন্দী ও রাম দাস নামের দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বেশ কিছুদিন ধরেই তাদেরকে হুমকি দিচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির তরফে। এলাকায় বিজেপির মিটিং মিছিলে যাওয়া যাবে না ও বিজেপি করা যাবে না, তাদের ওপর এই মর্মে ফতোয়া জারি করেছিল তৃণমূল। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বাড়িতে এসে চড়াও হয়ে তৃণমূলের লোকজন এমনকি তাদের মারধর করে বলেও অভিযোগ। এই অভিযোগ তুলে বিজেপির কর্মী-সমর্থকেরা বোলপুর থানায় অভিযোগ জানিয়েছেন ।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের লোকজন। উল্টে তাদেরকেই মারধর করে বিজেপির লোকজন, এমনটা অভিযোগ করেন তৃণমূল কর্মীরা। ‘এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা করছে বিজেপি’- এই মর্মে তারা পুলিশকে অভিযোগও জানিয়েছে। এখন এই গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে বোলপুর থানার পুলিশ।