নিরাপত্তার ঘেরাটোপে নিশীথ-নিবাস, কি হতে চলেছে আজ? এম ভারত নিউজ

Mbharatuser

জেলার বিভিন্ন প্রান্তের ২৫ হাজার কর্মী সমর্থকদের সমাবেশের লক্ষ্যমাত্রা রয়েছে তৃণমূল কংগ্রেসের

0 0
Read Time:3 Minute, 19 Second

অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূলের। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির ১৫০ মিটার দূরে বাঁধা হয়েছে তৃণমূলের মঞ্চ নেতৃত্বে বাড়ির সামনে টহল দিচ্ছে রাজ্য পুলিশের জওয়ানরা। ব্যারিকেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে মন্ত্রীর বাড়ি যাওয়ার রাস্তা। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভেটাগুড়ির বাড়ি ঘেরাও কর্মসূচি সফল করার জন্য শুক্রবার তৃণমূলের ছাত্র পরিষদ কর্মীসভা করেছে। উল্লেখ্য, প্রেম কুমার বর্মণ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল বিএসএফের গুলিতে। গত ১১ ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙ্গায় সভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চে তোলা হয় প্রেমের বাবা-মাকে। সেই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্তের ২৫ হাজার কর্মী সমর্থকদের সমাবেশের লক্ষ্যমাত্রা রয়েছে তৃণমূল কংগ্রেসের।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে কোচবিহারের দিনহাটায় বিএসএফের গুলিতে মৃত্যু হয় চব্বিশ বছরের যুবক প্রেমকুমার বর্মণের। নিহত যুবকের পরিবারের দাবি ছিল, তিনি ভিন রাজ্যে কাজ করতেন। ছুটিতে বাড়ি এসে সেদিন তিনি চাষের কাজকর্ম দেখতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই বিএসএফ তাঁকে গুলি করে খুন করেছিল। এরপরই ঘটনায় লাগে রাজনৈতিক রং।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাগরদিঘিতে অভিষেক, অডিও ক্লিপ শুনিয়ে শুভেন্দুকে আক্রমণ! এম ভারত নিউজ

বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। অন্যদিকে, কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী বাইরন বিশ্বাস

You May Like

Subscribe US Now

error: Content Protected