Read Time:1 Minute, 27 Second
প্যাকেট ছাড়া দোকানে এবার থেকে খোলা সিগারেট, বিড়ি মিলবে না। এমনই সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। মূলত ধূমপায়ীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। সিগারেট, বিড়ি নিয়ে মহারাষ্ট্রের জনস্বাস্থ্য দফতরের এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে গত বৃহস্পতিবার। সেখানে বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দফতরের মুখ্যসচিব প্রদীপ ব্যাস জানিয়েছেন, সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (বিজ্ঞাপন নিষিদ্ধ এবং বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) আইন ২০০৩-এর ৭ ধারার ২ নম্বর উপধারার আওতায় খোলা সিগারেট, বিড়ি বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল। বিশেষত অল্প বয়সীরা প্যাকেট ছাড়া সিঙ্গেল পিস সিগারেট কিনতেই পছন্দ করে। মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপের ফলে কমবয়সীদের মধ্যে ধূমপানের প্রবণতা কমানো যাবে বলে মনে করছেন অনেকে।
