পুজো মন্ডপে ‘নো এন্ট্রি’, নির্দেশ আদালতের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

সামনেই আসছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর তার সঙ্গেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে করোনা সংক্রমণে তৃতীয় ঢেউ। সেই কারণেই রাজ্যের আবেদন মেনেই বড় সিদ্ধান্ত জানাল আদালত। জানা যাচ্ছে এবারও দর্শকশূন্য মন্ডপ থাকতে চলেছে মহানগরীতে। আজ এই সিদ্ধান্ত জানিয়েছে কলকাতা শীর্ষ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতে রাজ্য সরকারের তরফের আইনজীবী এই বিষয়ে সহমত পোষণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝেই দুর্গা পুজো অনুষ্ঠিত হয়েছিল রাজ্যজুড়ে। তবে করোনাকালীন পরিস্থিতিতে পূজা অনুষ্ঠিত হওয়ায় সংক্রমণের হাত থেকে বাঁচতে দর্শকদের মণ্ডপে ভীড় জমাতে নিষেধ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। আর সেই কারণেই প্রত্যেকটি মণ্ডপে নির্দিষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছিল পুজো কমিটি গুলি। যার ফলে করোনা পরিস্থিতিতে বিনা মাস্কে কাউকেই পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আর এবারও প্রত্যেকটি পূজামণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করল আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছিল,অক্টোবর মাসের পরে করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে অতিরিক্ত পরিমাণ সর্তকতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যগুলিকে। মূলত উৎসবের মরসুমে সর্বোচ্চ সংক্রমণ ছড়াতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়াও করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণ ঘটতে পারে শিশুদের মধ্যে । সেই কথা মাথায় রেখেই সকলকেই সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্ব, সূচনায় প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বের সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যায়, আজ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মূলত ভারতকে আবর্জনামুক্ত এবং জল সুরক্ষিত করার লক্ষ্যেই আজ এই মিশনের দ্বিতীয় পর্বের সূচনা করেন তিনি। এছাড়াও অটল মিশনের পুনরুজ্জীবনের উদ্দেশ্যে আজ এই ঘোষণা করেন তিনি।প্রধানমন্ত্রী এদিন দিল্লির […]

Subscribe US Now

error: Content Protected