Read Time:1 Minute, 7 Second
দু’বছর আগে দুই সংস্থা ‘Vodafone’ আর ‘Idea’ একসঙ্গে চলা শুরু করে । আগে ‘Vodafone’ টেলিকম সংস্থা ‘Hutch’ নামে পরিচিত ছিল, সেই সংস্থারই নাম বদলে হয় ‘Vodafone’. এখন ভারতে অন্য এক টেলিকম সংস্থা ‘Idea’-র সঙ্গে যৌথভাবে ব্যবসা করছে ‘Vodafone’. এবার দুই সংস্থা মিলে গিয়ে তৈরি হচ্ছে নতুন ব্র্যান্ড ‘Vi’ অর্থাৎ নতুন এই ব্র্যান্ডের নাম ‘Vodafone’ বা ‘Idea’ কোনোটাই না হয়ে হবে ‘Vi’, যার উচ্চারণ হবে ‘উই’। বদলাবে লোগোও । ‘ভোডাফোন আইডিয়া লিমিটেডে’র এমডি ও সিইও রবিন্দর টক্কর বলেন, শুরু হওয়ার পর থেকেই ‘Vodafone’ আর ‘Idea’ বৃহত্তর দুটি নেটওয়ার্কের ইন্টিগ্রেশনের জন্য কাজ করেছে । আজ ‘Vi’ লঞ্চ করতে পেরে তাঁরা খুশি। সংস্থার দাবি, বিশ্বের সবথেকে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে এই নয়া ব্র্যান্ডে ।
