
নয়া নির্দেশিকা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার । নয়া গাইডলাইন ‘হু’-এর । পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরানোর প্রয়োজন নেই । এমনটাই জানালো এই সংস্থা । যেহেতু তারা মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত নয় সেই কারণেই তাদের মাস্ক পরালে হিতে বিপরিত হতে পারে বলেই ধারনা । এমনকি খুব ছোট বাচ্চাদের সংক্রমণের সেরকম ভয় নেই তাই তাদের মাস্ক্র ব্যবহারে অন্যদের ক্ষতি হতে পারে বলেই জানানো হয়েছে । আর সেই জন্যেই এই নয়া বিজ্ঞপ্তি । এর আগে ‘হু’-এর তরফে জানানো হয়েছিল যারা বয়স্ক বা নিজে থেকে মাস্ক খোলা পরা করতে পারেননা বা শ্বাস কষ্ট রয়েছে তাঁদের মাস্ক পরার দরকার নেই । যেসব ব্যক্তি অসুস্থ বা যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, তাঁদেরকে শুধুমাত্র সার্জিক্যাল মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে । এই সংস্থার বক্তব্য অনুযায়ী, মাস্ক পরার বেশ কিছু নিয়ম থাকে যেমন- মাস্কের সামনের অংশে হাত না দেওয়া, বা হাত দিলেও সেই হাত স্যানিটাইজ করে নেওয়া সঙ্গে সঙ্গে যা বাচ্চাদের পক্ষে মেনে চলা প্রায় অসম্ভব । কারণ ওরা খেলার ছলে মুখে এবং মাস্ক পরলে অস্বস্তিতে মাস্কে হাত দিয়ে ফেলে এবং সেই হাত চোখে, নাকে, মুখে দিয়ে দেয় । অতএব তাদের ক্ষেত্রে মাস্ক পরলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায় । তবে ১২ বছরের ওপরের বাচ্চাদের বড়দের মতই মাস্কের ব্যবহার করে যেতে হবে ।