বিশ্বের কোনও শক্তি সীমান্তে ভারতকে পেট্রলিং ও পাহাড়া দেওয়া থেকে আটকাতে পারবে না। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ এ কে অ্যান্টনির প্রশ্নের উত্তরে সাফ জবাব কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এদিন অ্যান্টনি প্রশ্ন তোলেন সীমান্তে পেট্রলিং কি বন্ধ করে দিয়েছে ভারত। তারই উত্তরে এমন জানান রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গালওয়ান ভ্যালির সংঘাতের পর পেট্রলিংয়ের পরিমাণ ও মেয়াদ বাড়ানো হয়েছে। দুনিয়ার কোনও শক্তিই এই পেট্রলিং করা থেকে ভারতকে আটকাতে পারবে না।
তিনি আরও দাবি করেন, সীমান্তে ভারতীয় জওয়ানদের পাশে রয়েছে গোটা দেশ। এদিন রাজ্যসভায় রাজনাথের বক্তব্যের পর ফের প্রশ্ন তোলেন অ্যান্টনিও। তিনি বলেন গালওয়ান ভ্যালি নিয়ে ততটা বিতর্ক না থাকলেও, ফিঙ্গারস এলাকা নিয়ে প্রশ্ন রয়েছে। আগে ভারতীয় সেনা ফিঙ্গারস ৮ পর্যন্ত টহলদারি করত। এখন প্রায় ৮ কিমি এলাকা ভারতের হাতছাড়া হয়েছে, যা রীতিমত চিন্তার। তবে কংগ্রেসের পক্ষ থেকে গুলাম নবি আজাদ বলেন মতবিরোধ থাকলেও ভারত চিন দ্বন্দ্বে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে রয়েছে কংগ্রেস।
