দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে যাত্রীর অভাবে বাতিল হল বেশ কিছু স্পেশাল ট্রেন । আগামী ১৯শে মে থেকে বাতিল হতে চলেছে ট্রেনগুলি। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে নাজেহাল দেশে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে আংশিক লকডাউন,পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যানবাহন চলাচলে । বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের তরফ থেকে প্রায় প্রতিদিনই ভ্যাকসিন সংকটের খবর সামনে আসছে পাশাপাশি অক্সিজেন এবং বেডের অভাবজনিত কারণে প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বহু মানুষের। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিফলতা সাধারণ মানুষকে আরও একবার ঘর বন্দী করতে বাধ্য করেছে। সেই কারণে পুনরায় বদলে গিয়েছে রেল স্টেশন গুলির ব্যস্ত জনজীবনের চেহারা। তাই প্রতিদিনই নামমাত্র যাত্রী নিয়ে, রেল চলাচল করছিল তবে আগামী দিনে নগণ্য সংখ্যায় যাত্রী নিয়ে রেল চলাচল করানো সম্ভব নয় বলেই জানালে রেলমন্ত্রক। তাই বাতিল করা হল বেশ কিছু স্পেশাল ট্রেন।
বাতিল স্পেশ্যাল ট্রেনগুলির তালিকা :
০২৩৪৩-শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২৩৪৪-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২১ মে থেকে
০২২০১-শিয়ালদা-পুরী স্পেশ্যাল ট্রেন- বাতিল হতে চলেছে আগামী ১৯ মে থেকে ।
০২২০২-পুরী-শিয়ালদা স্পেশ্যাল ট্রেন-বাতিল হতে চলেছে ২০ মে থেকে।
০২২৬১-কলকাতা-হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন-বাতিল হতে চলেছে ২০ মে থেকে।
০২২৬২-হলদিবাড়ি-কলকাতা স্পেশ্যাল ট্রেন-বাতিল হতে চলেছে ২১ মে থেকে।
০৩১৮১-কলকাতা-শীলঘাট স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ২৪ মে থেকে।
০৩১৮২-শীলঘাট-কলকাতা স্পেশ্যাল ট্রেন, বাতিল হতে চলেছে ২৫ মে থেকে।
০৩০৬৩-হাওড়া-বালুরঘাট স্পেশ্যাল ট্রেন, বাতিল হতে চলেছে ১৯ মে থেকে।
০৩০৬৪-বালুরঘাট-হাওড়া স্পেশ্যাল ট্রেন,।