রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেবে বলেই জানিয়েছিল রাজ্য। সেই মত টিকা প্রস্তুতকারক সংস্থাকে দেওয়াও হয়েছিল বরাত। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র জানিয়ে দিয়েছে যে কেন্দ্র থেকেই টিকা পাবেন সমস্ত দেশবাসী। তাই এবার টিকা প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বরাতের ৫ কোটি টিকার বরাতের টাকা ফেরত চাইল রাজ্য। এই মর্মে বুধবারই সংস্থাগুলিকে চিঠি দিয়েছে নবান্ন। সম্প্রতি টিকাকরণে গতি আনার জন্য রাজ্যগুলিকে দেশি এবং বিদেশি টিকা প্রস্তুতকারক সংস্থাদের কাছ থেকে টিকা কেনার কথা বলেছিল কেন্দ্র। সেই মতন ১৮-৪৫ বছর বয়সীদের দেওয়ার জন্য ৫কোটি টিকা কেনার বরাত দেয় রাজ্য। প্রতিটি টিকা কেনার দাম পড়েছিল ৫০০টাকা। সংস্থাগুলিকে প্রায় ১৭০ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের তরফেই টিকাকরণের কথা জানানো হয়। ফলে আর কোনো টিকা কিনতে পারবেনা রাজ্য। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ভাঁড়ার শূন্য। তাই এবার টিকার অগ্রীমের টাকা ফেরত চাইছে রাজ্য।এই মুহূর্তে এই টাকা ফেরত পেতে দেরি হলে যে সমূহ সমস্যায় পড়বে রাজ্য, এমনটাই মত পর্যবেক্ষকদের।
নেই টিকা কেনার অনুমতি, বরাতের টাকা ফেরত চাইল রাজ্য । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 55 Second