আদালত চত্বরে পোস্টার-প্ল্যাকার্ড নয়, জানাল হাইকোর্ট। এম ভারত নিউজ

admin

বিশৃঙ্খলাকারী আইনজীবীদের চিহ্নিত করে তাঁদের বিচার করা হবে বলে জানাল কলকাতা হাইকোর্ট।

0 0
Read Time:2 Minute, 9 Second

কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভের ঘটনার মামলার শুনানি। বিশৃঙ্খলাকারী আইনজীবীদের চিহ্নিত করে তাঁদের বিচার করা হবে বলে জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার শুনানি ছিল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। শুনানি চলাকালীন বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “প্রথমে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখব। কোন কোন আইনজীবী ওই দিনের ঘটনায় যুক্ত ছিলেন, তা চিহ্নিত করা হবে। নির্দিষ্ট করে তাঁদের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করা হবে।”

তিন বিচারপতির ওই বেঞ্চের সদস্য হিসাবে রয়েছেন, বিচারপতি শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশ। প্রত্যেকেই মেনে নেন,”যা হয়েছে খুবই খারাপ ঘটনা। সবাইকে চিহ্নিত করা দরকার।”

অন্যদিকে, মান্থার ঘরের সামনে বিক্ষোভের জেরে কলকাতা হাইকোর্ট চত্বরে কোনও প্রতিবাদ, পোস্টার বা প্ল্যাকার্ড লাগানো যাবে না বলে নির্দেশ দিল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে ভাবে হাই কোর্টে পোস্টার ফেলা হয়েছিল, তার সমালোচনা করেছিলেন আইনজগতের বহু বিশিষ্ট।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আচার্য-উপাচার্য বৈঠক, রাজ্যপালকে সঙ্গে নিয়ে সমন্বয়ের বার্তা ব্রাত্যর। এম ভারত নিউজ

সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্যপালকে বার বার 'আচার্য' বলে সম্বোধন করেন শিক্ষামন্ত্রী।

Subscribe US Now

error: Content Protected