আগের চিঠির উত্তর দেননি। এক বুক হতাশা নিয়ে ফের মোদি’কে চিঠি মমতার। ধর্ষণ-বিরোধী কঠোর আইন চেয়ে ফের নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, ‘ধর্ষণ এবং ধর্ষণ ও খুনের মতো নক্কারজনক অপরাধের বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় আইন নিয়ে আসা হয়, সে বিষয়ে দৃষ্টিপাত করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট আইনে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নিয়ম থাকে তাও জানানো হয়। সেইসঙ্গে ধর্ষণে অভিযুক্তদের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তারও খতিয়ান তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২২ অগস্ট লেখা সে চিঠির কোনও উত্তর এখনও পর্যন্ত না আসায়, আজ, শুক্রবার, ৩০ অগস্ট ফের একই বিষয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। সে চিঠির ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ২২ আগস্টের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘সমগ্র দেশে ধর্ষণ , শ্লীলতাহানির মতো ঘটনা নিত্যনৈমিত্তিক রুটিনে পরিণত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দেশে গড়ে ৯০ জন মহিলার ধর্ষণের ঘটনা ঘটছে। এতে দেশ ও সমাজের মানুষের মধ্যে বিরুপ প্রভাব পড়ছে। এই ঘটনার অবসানের দরকার। এজন্য একটি কেন্দ্রীয় আইন প্রনয়ন করা উচিত। যাতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয়। এই সব ঘটনার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে তোলা দরকার। যাতে ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করা যায়।’