কেন্দ্রের উপর ভরসা নয়? ১০০ দিনের কাজ নিয়ে বড় ঘোষণা রাজ্যে। এম ভারত নিউজ

Mbharatuser

এই সকল শ্রমিকদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

0 0
Read Time:2 Minute, 12 Second

একশো দিনের প্রকল্প নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আর কেন্দ্রর ওপর ভরসা করল না। এবার ১০০ দিনের কাজে মজুত রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য স্বাস্থ্য দপ্তরে কাজের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে জড়িত মানুষদের উপার্জন যাতে বন্ধ না হয় সেই জন্যই তাদের নানান সরকারি কর্মসূচীর সঙ্গে যুক্ত করা হবে। তাই প্রথমেই স্বাস্থ্য দপ্তরের কাজে এই সকল শ্রমিকদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের প্রতিটি জেলার পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের একটি তালিকা তৈরি করার নির্দেশও ইতিমধ্যে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ প্রকল্পগুলিতে অদক্ষ শ্রমিক হিসাবে তাদের কাজ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
১০০ দিনের কাজের বকেয়া নিয়ে এখনও কেন্দ্র-রাজ্য সংঘাত জারি আছে। লাগাতার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন কেন্দ্রের ওপর। পথে নেমেও এ ব্যাপারে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তৃণমূলকে। সংসদেও বারংবার সরব হয়েছে তৃণমূল। তাই এবার নিজেরাই বিকল্প উপায় বেঁছে নিল শ্রমিকদের জন্য।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মদ্যপান করলেই মানতে হবে এই নিয়ম, জারি নির্দেশিকা। এম ভারত নিউজ

এই দুর্ঘটনা এড়াতেই মূলত এমন নিয়ম লাগু হল রাজ্যে।

Subscribe US Now

error: Content Protected