২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫। এই জয়ের ফলে নিজের কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। টপকে গেলেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জযের রেকর্ডকে। এবার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন নাদাল। যদিও সেই নাদালের প্রিয় কোর্টেই যেন স্প্যানিশ আর্মাডার সিংহাসন দখল করেনিলেন সার্বিয়ান সিংহ।

প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নেমেছিলেন নরওয়ের ক্যাসপার রুড। আগের দিনই জানিয়েছিলেন, আন্ডারডগ হিসেবেই নামছেন। গত বার ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদালের কাছে হেরে রানার্স হয়েছিলেন ক্যাসপার রুড। এ বার নোভাকের বিরুদ্ধে দুটো সেটে মরিয়া লড়াইয়েও স্ট্রেট সেটে হার। ফাইনাল রুদ্ধশ্বাস হবে এমনটাই প্রত্যাশিত। প্রথম সেটই টাইব্রেকারে যাওয়ায় আকর্ষণ বেড়েছিল। শেষ অবধি টাইব্রেকারে প্রথম সেট ৭-৬ (৭-১) ব্যবধানে জেতেন নোভাক। দ্বিতীয় সেটে তেমন লড়াই না হলেও তৃতীয় সেটে সমানে সমানে। জয়ের হাসি নোভাকেরই।

ম্যাচ শেষে ইতিহাস গড়ার আবেগে ভাসলেন নোভাক জকোভিচ। চ্যাম্পিয়ন হতেই দৌঁড়লেন স্ট্যান্ডে। কন্যাকে কোলে তুলে নিলেন নোভাক। এর চেয়ে সেরা মুহূর্ত আর কী হতে পারে! পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে ফের কোর্টে। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। কৃতজ্ঞতা জানালেন। যাঁদের ছাপিয়ে এই ইতিহাস, বর্তমান প্রজন্মের সেরা ত্রয়ীর অন্যতম রাফায়েল নাদাল শুভেচ্ছা জানিয়েছেন নোভাক জকোভিচকে।
শুধু ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, জকোভিচ আরও কিছু নজির গড়লেন। সবচেয়ে বেশি ৩৬ বছর ২০ দিন বয়সে রোলাঁ গারোজে ট্রফি জিতলেন জকোভিচ। এছাড়া জকোভিচ বিশ্বের প্রথম টেনিস খেলোয়ার হলেন যিনি টেনিসের প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত তিন বার করে জিতেছেন। ৩৬ বছর বয়সেও যেই গতিতে এগোচ্ছেন জোকোভিচ তাতে তার ক্যাবিনেট গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।